• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:২৮ অপরাহ্ন |

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুধ ব্যবসায়ী আব্দুল লতিফ (৩৮)। তিনি জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের মেখরটারী গ্রামের মো. হোসেন আলীর ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কে চাঁদেরহাটের অদূরে ওই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দূর্ঘটনার শিকার আব্দুল লতিফ রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল যোগে নীলফামারী অভিমুখে আসছিলেন। এসময় বিপরীত মুখি একটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। নীলফামারী দমকল বাহিনীর সদস্যরা তাদেরকে উদ্ধার করেন নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল লতিফ মারা যান। আহত অপর মোটরসাইকেল আরোহী জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের বাজিতপাড়া গ্রামের লাল মিয়াকে (৩২) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি ওই গ্রামের মো. লতিফুর রহমানের ছেলে।
ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেদায়েত আলী শাহ ফকির বলেন, ‘নিহত আব্দুল লতিফ গ্রামের বিভিন্ন বাসা বাড়ি ও খামার থেকে দুধ সংগ্রহ করে বাড়িতে ছানা করে বিভিন্ন হোটেল রেস্তরায় বিক্রি করতেন। ঘটনার সময় দুধ সংগ্রহ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রউপ বলেন, ‘আইনী প্রক্রিয়া শেষে রাতেই নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ