• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন |

ডাকাতের কবলে তুহিন পরিবহন, আহত ৫০

Dakatiসিসি নিউজ: সৈয়দপুর থেকে বরিশালের উদেশ্যে ছেড়ে যাওয়া তুহিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-৪১১২৮) ডাকাতের কবলে পড়েছে। মঙ্গলবার রাত আড়াইটির দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাঝপাড়া নামক স্থানে ওই ঘটনা ঘটে।

ওই বাসের যাত্রী সৈয়দপুর শহরের নবীউল ইসলাম, দেলোয়ার হোসেন, আলমগীর হোসেন, আব্বাস আলী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সৈয়দপুর থেকে প্রায় ৬০-৬৫ জন যাত্রী নিয়ে বরিশালের উদেশ্যে যাত্রা করে তুহিন পরিবহন। বাসের প্রায় সকল যাত্রীই ছিল আগামী শুক্রবারে বরিশালে অনুষ্ঠিত চরমোনাইপীরের ওরস শরীফের অনুগত ভক্ত। রাত আড়াইটার দিকে রাজবাড়ী জেলার পাংশা থানার মাঝপাড়া নামক স্থানে পৌছালে গাড়ীটি ডাকাতের কবলে পরে। ২০-২৫ জনের একটি ডাকাতের দল রাস্তায় গাছের গুড়ি ফেলে দু’পাশের গাড়ী আটকে গণডাকাতি চালায়। যাত্রীরা জানায়, মুখোশধারী ডাকাতের এলোপাথাড়ি চাপাতির কোপে প্রায় ৫০জন যাত্রী আহত করে নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় আরও একটি দূরপাল্লার গাড়ী ও মাইক্রোবাসেও ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতের কোপে আহত যাত্রীরা বরিশাল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ