• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:০৫ পূর্বাহ্ন |

ব্যালট বাক্স ছিনতাই: আহত যুবলীগ নেতার মৃত্যু

Deathখুলনা: রূপসা উপজেলার সামান্তসেনার দারুস ছুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা সেলিম পাটোয়ারী মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে ক্ষিপ্ত যুবলীগ নেতাকর্মীরা শুক্রবার সকাল থেকে খুলনা-বাগেরহাট সড়ক অবরোধ করে রেখেছেন। এতে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সেলিম পাটোয়ারীর মৃতদেহ ঢাকায় ময়নাতদন্ত শেষে খুলনায় আনা হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা এমপি জানান, ক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছে।
তিনি বলেন, এ ঘটনার জন্য ইতোপূর্বে পুলিশের নায়েক মাসুম বিল্লাকে দায়ী করে থানায় অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, ২৩ মার্চ রূপসা উপজেলায় নির্বাচন চলাকালে সামান্তসেনার দারুস ছুন্নাত সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকালে পুলিশ গুলিবর্ষণ করে। এতে আওয়ামী লীগ ও যুবলীগের ১১ জন নেতাকর্মী আহত হয়েছিলেন। তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে সেলিম পাটোয়ারী মারা গেছেন। তিনি রূপসার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ