• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন |

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবেদন জমা

Nahidঢাকা : ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাতে প্রতিবেদন তুলে দেন কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন।

প্রতিবেদন হাতে পেয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবেদনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তদন্ত কমিটির সোহরাব হোসাইন জানান, তাঁরা মূল চারটি সুপারিশ করেছেন। এর পাশাপাশি আরও কিছু সুপারিশ করা হয়েছে।

সুপারিশের মধ্যে রয়েছে- বেশি সংখ্যক প্রশ্ন সেট ছাপিয়ে পরীক্ষার দিন সকালে কোন সেটে পরীক্ষা হবে, তা লটারির মাধ্যমে নির্ধারণ করা। এ ছাড়া প্রশ্নপত্র প্রণয়ন, ছাপা ও বিতরণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ আরও কয়েকটি সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল ঢাকা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁস হলে ওই পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। আর ঘটনা তদন্তে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়। দুই দফা সময় বাড়িয়ে আজ তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ