• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২২ অপরাহ্ন |

বঙ্গোপসাগরে সাড়ে ৬০০ ভারতীয় জেলে নিখোঁজ

storm-of-oceanসিসি ডেস্ক: পশ্চিমবঙ্গের উপকূল ছেড়ে আসার পর সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ৬৪০জন জেলে নিয়ে ৪০ টি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে গেছে। ট্রলারগুলো ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কলকাতার নিকটবর্তী ডায়মন্ড হারবার থেকে ২০০ কিলোমিটার দূরবর্তী অঞ্চলে আরও ৩২জন জেলে নিয়ে ডুবে যাওয়া দুটি ট্রলারের উদ্ধারাভিযান এখনও চলছে বলে জানা গেছে।

এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা গেছে। বাকিরা নিখোঁজ।

জেলে কল্যাণ সংস্থার প্রধান বিজন মিইতি জানিয়েছেন, নিখোঁজ ট্রলারগুলোকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। তবে বৈরি আবহাওয়ার জন্যে তল্লাশি অভিযান বাধার মুখে পড়ছে।

উপকূলবর্তী কোস্ট গার্ডদের নিখোঁজ ট্রলারের বিবরণ দিয়ে তল্লাশি চালানোর নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পখিরা।

উদ্ধারকৃত ২৫ জেলের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ