• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন |

ইবোলা ভাইরাস: লাইবেরিয়ায় জরুরি অবস্থা

86780_1আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় লাইবেরিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট এলেন জনসন সার্লিফ।

আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট সার্লিফ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বেসামরিক কিছু বিষয়ে স্বাধীনতা বন্ধ করতে হচ্ছে।

লাইবেরিয়া ছাড়াও গিনি, সিয়েরা লিওন ও নাইজেরিয়াতেও ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩০ জনেরও বেশি মানুষ।

উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা জরুরি বৈঠকে বসেছেন।

ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারি করা হবে কিনা দুই দিনব্যাপী এই বৈঠকে তা নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ