• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন |

রাজারহাটে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মানববন্ধন

Rajarhat News Pic-13-02-2015রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: জ্বালাও-পোড়াও বন্ধ, সংলাপ চাই, সংঘাত নয়, শান্তি চাই  এই শ্লোগান সম্বলিত সাদা পতাকা হাতে নিয়ে দেশের চলমান নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবীতে শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সোনালী ব্যাংক চত্বর থেকে রেল ষ্টেশন পর্যন্ত রাজারহাট-কুড়িগ্রাম সড়কে রাস্তার দু’ধারে হাজারও নেতা-কর্মী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় মো. আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সা. সম্পাদক মাও. মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মাও. মো. আবু তালেব, ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ মো. আব্দুল কাদের, সা. সম্পাদক হাফেজ শাহাআলম, হাফেজ মো. মমিনুল ইসলাম প্রমূখ। বক্তারা বর্তমান দেশের জ্বালাও পোড়াও ও পেট্রোল বোমা মেরে মানুষের প্রাণ হানি বন্ধ করে সংলাপের মাধ্যমে উভয় পক্ষকে সমঝোতায় আসার উদ্বাত্ত আহ্বান জানান। পরে দেশের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ