• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০৪ অপরাহ্ন |

পেট্রোলবোমায় দগ্ধ হেলপার সেলিমের মৃত্যু

barnরাজশাহী: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলায় অগ্নিদগ্ধ হেলপার সেলিম উদ্দিন মারা গেছেন। তিনি শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামের আলাউদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধ-হরতালের মধ্যে এ ঘটনা ঘটলো।
বুধবার রাতে গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল এলাকায় আলুবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে সেলিম উদ্দিনসহ ট্রাকচালক ফিরোজ কবির ও আলু ব্যবসায়ী সাহেব আলী দগ্ধ হন। তারা দুইজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সাহেব আলীর শরীরের প্রায় ৪৫ শতাংশ এবং ফিরোজ কবিরের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, ওই তিনজন গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে আসেন। সেলিমের অবস্থা খুবই খারাপ ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আহত অন্য দুজনের চিকিৎসা হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না পেরে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর দফায় দফায় হরতালও ডাকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতাল-অবরোধে সহিংসতায় এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে যানবাহনে পেট্রোলবোমা-ককটেল হামলায় নিহতের সংখ্যা অন্তত ৬০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ