• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:১২ অপরাহ্ন |

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে র‌্যালী

HSTU PIX-26দিনাজপুর প্রতিনিধি : বাহক দ্বারা সংক্রমিত রোগ ও জনস্বাস্থ্যে তার প্রভাব “Vector-Borne diseases with a Zoonotic Potential” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের ন্যায় দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস।
এ উপলক্ষে রোববার (২৬ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্ট এসোসিয়েশন হাবিপ্রবি শাখার উদ্যোগে র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হক। এছাড়া প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান ডা. মো. হায়দার আলী, স্কয়ার ফার্মিউসিটিক্যালের কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন ও মো. হান্নানসহ হাবিপ্রবির ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ