• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৩ অপরাহ্ন |

আনসারুল্লাহ থার্টিনের নতুন টার্গেটে সাতজন

132448_1সিসি ডেস্ক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অভিনেত্রী শমি কায়সারসহ ৭ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১৩। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন।

পুলিশের পক্ষ থেকে আগে ৮ জনকে হুমকি দেয়ার কথা বলা হলেও পরে ৭ জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশের তথ্যানুযায়ী হত্যার হুমকি পাওয়া নাগরিকরা হলেন- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অভিনেত্রী শমী কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী, জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন, কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, এবং আবু মুসা এম মাসুদুজ্জামান জাকারিয়া মাসুদ।

গত ২৫ মে আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৩ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮-বি ধারা অনুযায়ী রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

উৎসঃ   চ্যানেল আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ