• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন |

অসভ্যতা

।। আব্দুল বাতেন ।।

সন্ধ্যা আসে অলস হেঁটেtorbari

সূর্য রাতের খাটে।

ওরা ধেয়ে আসে বানের মত

ওরা তেড়ে আসে ষাড়ের মত

হামলে পড়ে ঝাঁকে ঝাঁকে

ঝাঁপিয়ে পড়ে বাঁকে বাঁকে।

জড়ো হয় ওরা এলোপাথাড়ি

হাতে হাতে ঘাতক তরবারি

ওরা আসে দলে দলে

হিংস্র পশুর মশাল জ্বেলে

ওদরে চোখ উপচানো আবর্জনা ঘৃণার

মুখ মানচিত্রে আক্রোশ আন্ধার।

ওরা আমার প্রাণ-জুড়ানো প্রতিবেশী

আজ জল্লাদ সব অবিশ্বাসী

আমরা নাকি মালাউন, দালাল

আমাদের শিরচ্ছেদ ওদের হালাল

পাপাত্মা আমরা, নাগরিক ভিন্ন?

আমাদের নিশ্চিহ্ন করাটাই ওদের লক্ষ্য

নিমিষে সভ্যতার রক্তাক্ত বক্ষ।

আমাদের ঘর পোড়ে, দাউদাউ

সাত পুরুষের বসত পোড়ে

পোড়ে মাচার শিম, লাউ।

আমাদের শরীর পোড়ে ধিকিধিকি

নিরন্তর পোড়ে অন্তর আরশ

অধিকার, বিশ্বাসের আধুলি সিকি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ