• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন |

হতদরিদ্র মহিলাদের সেলাই মেশিন প্রদান

Saliy Masinনীলফামারী প্রতিনিধি: হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন দিয়েছে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। মঙ্গলবার বিকেলে নীলফামারী সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ সাবেত আলী সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় ইউএসএস’র গার্ল পাওয়ার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল, টেকনিক্যাল কর্মকর্তা রওশন আরা রোজি উপস্থিত ছিলেন। নীরব বহুমুখী সমবায় সমিতির আয়োজনে গার্ল পাওয়ার প্রকল্পের(জিপিপি) সহযোগীতায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এদিকে জিপিপি প্রকল্পের আয়োজনে সদরের নগর দারোয়ানী উচ্চ বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মঞ্চ নাটক “আমাদের ময়না” প্রদর্শন করেন স্থানীয় শিল্পিরা। শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকসহ স্থানীয়রা উপভোগ করেন নাটকটি।
প্রান্তিক নৃতাত্বিক সাব সেক্টর নির্বাচন বিষয়ক কর্মশালা
নীলফামারী প্রতিনিধি: প্রান্তিন জনগোষ্ঠিদের(দলিত নৃতাত্বিক) সাব সেক্টর নির্বাচন বিষয়ক কর্মশালা মঙ্গলবার দুপুরে নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য ভবনের হলরুমে সার্ভিস ইমারজেন্সি ফর রুরাল পিপল’র(শার্প) আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহ ইমাম জাফর সাদেক।
বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা রেজাউল হাসান, প্রাকটিক্যাল এ্যাকশন’র প্রকল্প ব্যবস্থাপক মির্জা খলিল জিবরান, শার্প নির্বাহী প্রধান হিমাংসু চন্দ্র চন্দ, প্রকল্প সমন্বয়কারী রুবিনা আক্তার প্রমুখ। বিভিন্ন শ্রেণী পেশার ৫০জন অংশ গ্রহণ করেন কর্মশালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ