• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন |

পুলিশ লাইনে হত্যার শিকার নান্নুর মুঠোফোন উদ্ধার

Mobilঢাকা: রাজারবাগ পুলিশ লাইনে শিরোচ্ছেদে হত্যার শিকার নান্নু মিয়ার ব্যক্তিগত মুঠোফোনটি উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় রাজারবাগ মাঠের পুকুর থেকে মুঠোফোনটি উদ্ধার করে ডুবুরীরা। এদিকে বৃহস্পতিবার ৩দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক শওকতকে।

পল্টন থানার ওসি মোর্শেদ আলম জানান, ট্রাফিক পুলিশ কনস্টেবল শওকতের দেওয়া তথ্যমতে ওই স্থান থেকে মুঠোফোনটি উদ্ধার করা হয়। বর্তমানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে, নিহত নান্নু মিয়ার ব্যবহৃত মুঠোফোন ট্র্যাক করে হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্যটি জানা যাবে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারী মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনের ছাদ থেকে কবিরাজ নান্নু মিয়ার মুণ্ডুহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে কনস্টেবল শওকতকে আটক করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তির খণ্ডিত মস্তক।

শওকতের স্ত্রীর সঙ্গে নান্নুর ‘পরকীয়া সম্পর্কের’ জেরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ