• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন |

বিলাশবাড়ী ইউনিয়নবাসীর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে

IMG_1918 copyআশরাফুল ইসলাম, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়ন উপজেলার নিম্নাঞ্চল। এই ইউনিয়নের ৩৬ হাজার জনসংখ্যার ৮৫/৯০ ভাগ মানুষ কৃষিজীবি। এক সময় আউশ ও পাট ছাড়া তেমন কোন ফসল উৎপাদিত হত না। ইরি ও আলু হলো ইউনিয়নবাসীর জীবিকা নির্বাহকারী ফসল। বিলাশবাড়ী হইতে বদলগাছীর দূরত্ব ২০ কিঃ মিটার। আশে পাশে তেমন কোন হাট বাজার না থাকায় কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্য পার্শ্ববর্তি আক্কেলপুর উপজেলার তিল্লেকপুর হাটে বেচাকেনা করে এবং তাদের প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করে অতি কষ্টে ভেলা ও নৌকায় করে পারাপার করে থাকে। বিশেষ করে আলু মৌসুমে অধিক পরিমান আলু উৎপাদিত হওয়ায় গাড়ী ও ভ্যানে করে তা নদী পারাপার করতে পারে না। এতে করে তারা সময় মত তাদর উৎপাদিত পণ্যদ্রব্য তিল্লেকপুর হাটে নিতে না পারায় নায্য মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে তারা দূর্বিসহ জীবন যাপন করত বলে শর্মাপুর গ্রামের নজরুল ইসলামসহ গোপালপুর, হাজিপুর, জোলাপাড়া, বারোফালা, লক্ষীপুর, দেউকুড়ি ও বিলাশবাড়ী গ্রামের কৃষকেরা জানান। তারা আরও বলেন, সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর চেষ্টায় ২০১৩-১৪ অর্থ বছরে উল্লেখিত স্থানে বিলাশবাড়ী ইউপির-গোপালপুর-পারসোমবাড়ী রাস্তায় তুলসী গঙ্গা নদীর উপর ব্রীজ নির্মান প্রকল্প (এলজিইডি) গ্রহন পূর্বক অর্থ বরাদ্দ করা হয়। গত বৃহস্পতিবার ঠিকাদার ব্রীজটি নির্মানের জন্য নির্মানসামগ্রী সাইডে আনে এবং খনন কাজ শুরু  করে। বিলাশবাড়ী গ্রামের সাবেক মেম্বার মোশারফ হোসেনসহ ইউনিয়নবাসী বলেন, ব্রীজটি নির্মান কাজ শেষ হলে অত্র ইউনিয়নের কৃষকদের উৎপাদিত পণ্যদ্রব্য ট্রাক, গাড়ী ও ভ্যানে করে তিল্লেকপুর হাট হয়ে সান্তাহারের উপর দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সহজতর হবে এবং নায্যমূল্য প্রাপ্তি অনেকাংশে নিশ্চিত হবে। ফলে ইউনিয়ন বাসীর আর্তসামাজিক উন্নয়নের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান বলেন ৯০.১০ মিটার ব্রীজটি নির্মান প্রকল্প  ২০১৩-১৪ অর্থ বছরে গ্রহন করা হয় এবং প্রকল্পের বিপরিতে ৫ কোটি ১ লাখ ৯২ হাজার ৪৩১ টাকা বরাদ্দ করা হয়। ০২/১০/২০১৩ ইং তারিখে ট্রেন্ডার করা হয় এবং ১৬/০১/২০১৪ ই তারিখে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। ব্রীজটি নির্মানের শেষ তারিখ ৩১/০৭/২০১৫ ইং বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ