• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন |

ফুলবাড়ী সীমান্তে গরু ব্যবসায়ীকে নিয়ে গেছে বিএসএফ

bsf19ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গুলিবিদ্ধ এক গরু ব্যবসায়ীকে টেনে হিচঁড়ে ভারতের ভিতরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন্যদিকে নোম্যান্স ল্যান্ডে হিন্দু ধর্মালম্বিদের অষ্টপ্রহরের অনুষ্ঠান দেখতে গিয়ে বিএসফের নির্মম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশী দুই যুবক। ঘটনা দুটি ঘটেছে উপজেলার খলিশাকোটাল ও কুরুসা ফেরুসা সীমান্তে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্র জানিয়েছে, গত শনিবার ভোর রাতে উপজেলার খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং পিলারের পাশে কাঁটাতার বিহীন ফাঁকা জায়গা দিয়ে ভারত বাংলাদেশের একটি যৌথ গরু ব্যবসায়ী দল গরু নিয়ে সীমান্ত পাড় হওয়ার চেষ্টা করলে ভারতীয় বসকোটাল ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষন করে। এসময় বাংলাদেশী পশ্চিম বালাটারী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গরু ব্যবসায়ী মুকুল মিয়া(৩৫) পিঠে গুলিবিদ্ধ হয়ে নোম্যান্স ল্যান্ডেই পড়ে যান।পরে বিএসএফ তাকে মারতে মারতে টেনে হিচঁড়ে ভারতের ভিতরে নিয়ে যায় বলে আহত ব্যবসায়ীর স্বজন উপজেলার গজের কুটি গ্রামের ইব্রাহিম আলী জানিয়েছেন। অন্যদিকে ওইদিন সন্ধ্যায় উপজেলার কুরুসা ফেরুসা সীমান্তের ৯৩৬ নং পিলারের বিপরীতে কাঁটাতারের বাইরে অবস্থিত ভারতীয় গ্রামে অনুষ্ঠিত হিন্দু ধর্মালম্বিদের অষ্টপ্রহরের অনুষ্ঠান দেখতে গেলে ভারতীয় বসকোটাল ক্যাম্পের বিএসএফ উপজেলার রাবাইতারী গ্রামের ব্রজেন চন্দ্রের পুত্র বিশ্বজিৎ রায়(২৫) এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের কৃষ্ণ চন্দ্র শীলের পুত্র মিলন চন্দ্র শীল(২৮)কে আটক করে বেদম মারপিট করে। পরে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাৎক্ষনিকভাবে ওই দুই যুবককে ফেরত চেয়ে পত্র প্রেরন করলে রাতেই তাদেরকে ফেরত দেয় বিএসএফ। একই দিনে পৃথক দুটি ঘটনায় সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার রায় মোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে বিএসএফের কাছে পত্র পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ