• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন |

বোচাগঞ্জে আচরণবিধি লংঘন করায় ১৩ প্রার্থীর জরিমানা

Jori 3দিনাজপুর প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি লংঘন করে যত্রতত্র পোষ্টারিং করায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ৪ চেয়ারম্যান প্রার্থী, ৬ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৩ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রত্যেককে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা করে জরিমানা করেছে। এসব প্রার্থীর নিকট থেকে সর্বমাট ৬৫ হাজার টাকা আদায় করা হয়।
নির্বাচনী আচরনবিধি লংঘন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মন্ডল বুধবার উপজেলা নির্বাচন অফিসার মো. আলী হোসেন ও পুলিশ ফোর্সসহ সেতাবগঞ্জ পৌর শহর  ও আশপাশের কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের প্রমান পান। এ সময় প্রার্থীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযুক্ত প্রার্থীরা হলেন চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হাসান চৌধুরী ইগলু (দোয়াত কলম), মো. ফয়জুল আলম বাবলু চৌধুরী (মোটর সাইকেল), এডভোকেট জুলফিকার হোসেন (আনারস), বীরভদ্র রায় (ঘোড়া), ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান (টিয়া), মো. আমিনুল হক (মাইক), হোসেন মোল্লা (তাঁলা), মো. আজিজুল হক (চশমা), বিপ্লব কুমার ধর বিপু (টিউবওয়েল), এম ওয়ালী ফ্লাড (উড়োজাহাজ), মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি (কলস), পুতুল রানী (হাঁস) ও ফাতেমা বেগম (ফুটবল) প্রতীক। প্রত্যেকের নিকট থেকে তাৎক্ষনিত জরিমানার টাকা আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ