• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:৫১ পূর্বাহ্ন |

কিশোরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ আহত ১০

Kishorgonj News Photo_20.03 (1)কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। এর মধ্যে গুরুত্বর আহত হয়েছে ৫জন। গুরুত্বর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ খাদ্য গোডাউনের পিছনে ক্রয়কৃত ১২ শতাংশ জমিতে প্রাচীর নির্মান করতে আসে জমির মালিক আবুজার রহমানের পুত্র ফরাদ হোসেন। এসময় প্রাচীর নির্মান করতে বাধা দেয় প্রতিপক্ষের তছিরউদ্দিনের পুত্র মোকলেছার রহমান। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতরা হল ফরহাদ হোসেন(৪৫), রিপন মিয়া(৩০),স্বপন(২৭),ফাতেমা বেগম(৬০),মশিয়ার রহমান মেম্বার(৪০),জাহাঙ্গীর আলম(৩৫) ও মোকলেছার হমান(৩০) এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত তিনজনের নাম পাওয়া জায়নি। কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রাকিবুল ইসলাম জানান, এ হাসপাতালে ১০ আহত ব্যক্তি এসেছে এদের মধ্যে ৫জন গুরুত্বর আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তাদের অবস্থা আশংকা জনক। এঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ