• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:৫১ অপরাহ্ন |

স্নাতক (পাস) কোর্সে অনলাইনে ভর্তি

Uniগাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) কোর্সে অনলাইনে ভর্তি শুরু হচ্ছে। অনলাইনে ভর্তিসংক্রান্ত দুই দিনব্যাপী এক কর্মশালা শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মোবাশ্বেরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর (একাডেমিক), প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভূঁইয়া (প্রশাসন) ও ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম করিম জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কোর্সের অনলাইনে ভর্তি শুরু হবে। কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের প্রায় ১ হাজার ৭০০ কলেজের শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ