• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:২৫ অপরাহ্ন |

চুয়াডাঙ্গায় তাপদাহে ১৩ ছাত্রী অসুস্থ

Chuaচূয়াডাঙ্গা: কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় কিছুতেই তাপদাহ কমছে না। বুধবার চুয়াডাঙ্গা জেলায় ৪০ ডিগ্রি তাপদাহ রেকর্ড করা হয়। প্রচণ্ড এই তাপদাহ সহ্য করতে না পেরে চুয়াডাঙ্গার দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১৩ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয়টি। ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাসমত আলী জানান, সকাল ৯টায় বিদ্যালয়ের ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালে ১০ম শ্রেণীর ১৩ জন ছাত্রী প্রচণ্ড তাপদাহের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাদেরকে স্থানীয় ক্লিনিক ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, বেলা ১২টায় জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলো- আঁখিতারা, অথৈই, পপি, শারমিন সুলতানা, সান্তনা, জান্নাতুল ফেরদৌস, জুঁই, সৌদিয়া ইসলাম, ছুম্মা আক্তার, আলফা আঁখি, রুমি, ইতি ও কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ