• শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার করায় আটক-৩ নীলফামারীতে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৬ ঘন্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক ঘন কুয়াশার কারনে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট উঠানামা ব্যাহত সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেলেন মসিউর রহমান খানসামা উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাচ্ছে ২৩ হাজার শিশু প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী এলাকা যাচ্ছেন আগামীকাল বাংলাদেশ সীড এসোসিয়েশন এর নির্বাহী সদস্য হলেন ডোমারের আনোয়ার হোসেন কাভার্ড ভ্যানে আগুন: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

শিক্ষকের হাতে নির্যাতনের শিকার প্রতিবন্ধী ছাত্র

PARBATIPUR PICপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুর উপজেলার কাজীপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ষ্টার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক প্রতিবন্ধী এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কাজীপাড়া ষ্টার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র মহিউদ্দিন বাদশা সহ ২/৩ জন সহপাটি গত শনিবার বিকেলে খেলার মাঠে প্রধান শিকের ছেলের বাই-সাইকেলের হাওয়া খুলে দেয়। এ ঘটনার জের ধরে পরদিন রবিবার সকালে এলাকার মুত্যু আলহাজ্ব আজগার আলীর প্রতিবন্ধী পুত্র মহিউদ্দিন বাদশা (১৪)স্কুলে গেলে ৩য় প্রিয়ডের সময় স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেন তার অফিসে ডেকে নিয়ে বেত দিয়ে বেদম প্রহার ও নির্যাতন করে। এতে বাদশার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। রাতে যন্ত্রনায় বাদশা কাতরাতে থাকে। এ সময় তার বড় ভাই আজিবর রহমান টের পেয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ দেখতে পায়। এবং রাতেই বাদশাকে পার্বতীপুর উপজেলা হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী আকন্দ আহত ছাত্রকে হাসপাতালে দেখতে যান ও চিকিৎসার খোজ খবর নেন। স্কুলের প্রধান শিক্ষক আফজাল হোসেনকে স্কুলে পাওয়া যায়নি। একাধিকবার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেনি।
সোমবার তার বড় ভাই স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক ৮ম শ্রেনীর ছাত্রকে বেদম প্রহার ও নির্যাতনের বিচার চেয়ে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ