• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:১৭ অপরাহ্ন |

হাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

HSTU PICTUREদিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃক্ষরোপন কর্মসূচি ২০১৪ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে হাবিপ্রবি ভিসি প্রফেসর মো. রুহুল আমিন বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবন চত্তরে রাজ কড়াই গাছের একটি চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৪ এর উদ্বোধন করেন।
এ সময় ভিসি প্রফেসর মো. রুহুল আমিন বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, পুষ্টি চাহিদা পূরণ ও আর্থিকভাবে স্বাবলম্বী এবং নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ ও বৃরে পরিচর্যা অত্যন্ত জরুরী। তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেককে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন প্রফেসর টিএমটি ইকবাল, পোষ্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষর ৬৫৫টি চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ