• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:০১ অপরাহ্ন |

রাজিবপুরে বানের পানি কমছে ধীর গতিতে

Rajibpur pictur 30,08,2014 (2)রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে বন্যার পানি কমছে ধীর গতিতে । ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ঘরে ঘরে শুরু হয়েছে পানিবাহিত রোগ। ঠান্ডা জনিত রোগে ভুগছে শিশু ও বৃদ্ধরা। বেড়ে গেছে জ্বরের প্রকোপ। ফলে শনিবার রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বিশেষ টিম বন্যার্তদের সেবা দিয়েছেন বলে হাসপাতাল কর্র্তৃপক্ষ মারফত জানা গেছে। তবে বানভাসীদের স্বাস্থ্য সেবার জন্য প্রতিদিন একটি মেডিকেল টিম প্রতি ইউনিয়নে সার্বক্ষনিক ব্যবস্থা রাখার আহবান জানিয়েছেন বন্যাত্ররা। সরকারী ভাবে ত্রান বিতরন শুরু হলেও এখনও পর্যন্ত অনেক দূর্গম ও চরাঞ্চলে ত্রান পৌছিনে বলে অভিযোগ রয়েছে। অপর দিকে শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার থেকে বন্যার পানি সড়ে না যাওয়ায় স্কুল ও হাটবাজার বন্ধ রয়েছে। হাট-বাজার বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় পাওয়া যাচেছনা । কিছু পাওয়া গেলেও আকাশ চম্বী দামের কারনে কেনার সাধ্য হচেছনা অনেকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ