• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন |

বোরো চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফুলবাড়ীর কৃষকরা

boro photoজাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) : দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় সেচসহ প্রয়োজনীয় উপকরণের দাম বৃদ্ধির পরও তীব্র কুয়াশা ও শীত উপেক্ষো করে বোরো আবাদে ব্য¯ত সময় কাটাচ্ছেন কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার কৃষকরা।
আমনের ফসল ঘরে তোলার সাথে সাথে শুরু করে দিয়েচ্ছেন বোরো ধানের বীজতলা তৈরির কাজ । আমনে আশারুপ ফলন পাওযায় এবার বোরো চাষে প্রচুর আগ্রহ দেখা গেছে ফুলবাড়ীর কৃষকদের মাঝে।
তবে সেচের দাম ও শ্রমিকের দাম বৃদ্ধি সাথে বিপাকে পড়েছেন কৃষকরা ।এক যুগ আগেও এই এলাকায় জমি চাষ করা হতো লাঙ্গল দিয়ে বর্তমানে  প্রায় আশি ভাগ জমি চাষ করা  হচ্ছে ট্রাকটর দিয়ে। এ এলাকায় বিঘা প্রতি ৮ শত টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন শ্রমিকরা। রশি টেনে ও রশি ছাড়া দুই পদ্ধতিতে চারা রোপনের কাজ করছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ৬ টি ইউনিয়নে মোট ৯ লক্ষ ৫ হাজার হেক্টর চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে।
উপজেলার সদর ইনিয়নের চন্দ্রখানা গ্রামের কৃষক মজিবর রহমান জানান,হরতাল অবরোধের কারণে তেল ও সারের দাম একটু বেশী যা আমাদের মত কৃষকদের জন্য ক্ষতিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ