• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন |

তিস্তার ধূ-ধূ বালু চরে পিঁয়াজ চাষের ধুম

Rajarhat Pic-16-02-2015রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বেষ্টিত তিস্তার ধূ-ধূ বালু চরে পিঁয়াজ রোপনের ধুম পড়েছে। বর্তমান সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত তিস্তার বালু চরে পিঁয়াজের চারা রোপনে কৃষাণ-কিষাণীরা ব্যস্ত সময় পার করছেন।  চলতি মওসুমে অত্র উপজেলায় ১০০ হেক্টর জমিতে পিঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায় বলেন, চলতি বছর চরগুলোতে আগাম আলু’র চাষ হওয়ায় কৃষকরা তড়িঘড়ি করে পিঁয়াজ চাষের উপর ঝুঁকে পড়েছে। এর মূলতঃ কারণ পিঁয়াজের বাজার মূল্য বেশি হওয়ায় গত বছরের তুলনায় চলতি মওসুমে অত্র উপজেলায় পিঁয়াজের দ্বিগুণ চাষ হওয়ার আশা ব্যক্ত করেছেন। উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় পিঁয়াজ চাষীদের তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলায় চলতি মওসুমে কৃষকদের ঘরে ঘরে নবান্ন উৎসবের মত চলছে পিঁয়াজ রোপনের মহোৎসব। প্রতিটি পরিবারই এ উৎসবের সঙ্গে স্বল্প পরিসরে হলেও যুক্ত হচ্ছে। এদিকে যার কোন জায়গা-জমি নেই, সেও এক থেকে দুই বিঘা জমি বর্গা নিয়ে পিঁয়াজ চাষ করার খবর পাওয়া গেছে। আর যাদের নিজস্ব জমি রয়েছে তাদের বাড়িতে চলছে পিঁয়াজ চাষের আমেজ। কোন কোন কৃষক এলাকায় শ্রমিক না পেয়ে জেলার বাইরে থেকে শ্রমিক এনে পিঁয়াজ রোপনের কাজ করছেন। সরজমিনে তিস্তার চরাঞ্চলগুলো ঘুরে দেখা গেছে, ইঞ্জিন চালিত লাঙ্গলের ঝন ঝন শব্দের সঙ্গে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যবাহী পুরনো দিনের ভাটিয়ালী গানের সুরে মুখরিত হয়ে উঠেছে মাঠের পর বিস্তীর্ণ মাঠ। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার মধ্যে পিঁয়াজ উৎপাদনকারী উপজেলা হিসেবে রাজারহাট অন্যতম। দেশের অন্যান্য জেলার তুলনায় ব্যবসায়ীদের কাছে রাজারহাটের পিঁয়াজের উপর ব্যাপক চাহিদা থাকায় অত্র উপজেলায় ধীরে ধীরে প্রতি বছর পিঁয়াজের চাষ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে রাজারহাট উপজেলার তিস্তার চরাঞ্চলগুলোর পতিত জমিতে কৃষকরা শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত পিঁয়াজ রোপন করছে প্রায় ৮০ হেক্টর জমিতে। প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে উপজেলা কৃষি বিভাগ এ প্রতিবেদককে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ