• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন |

বই মেলায় বিরল বই

000000000000000000ঢাকা: ঘটনাটা বিরলই বলতে হবে, এর আগে এমনটি ঘটেনি বাংলা সাহিত্যে। একজন কবি তার তার নানিকে নিয়ে এক মলাটে লিখেননি গদ্য পদ্য। কিন্তু সেই বিরল ঘটনাটি ঘটালেন তরুণ প্রতিভাবান কবি জুয়েল মোস্তাফিজ। তিনি ২০টি গদ্য নিয়ে সাজিয়েছেন একটি বই। যার নাম দিয়েছেন মেরাতুন্নেসা, মনমহাজনের কথা।

কবি জানান, নানির কথা-চিন্তা-দর্শন, জীবন বোধ। ছোট ছোট গল্প গাথাঁর দরদী পরিভ্রমণ এই বইটি। বইটি উৎসর্গ করা হয়েছে নানিদের।

মেরাতুন্নেসার সেলাই করা কাঁথা অবলম্বনে বইটির প্রচ্ছদ করেছেন মাহবুবুল হক। স্কেচ করেছেন নিশান। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। বই মেলার  লিটল ম্যাগ চত্ত্বরে পাওয়া যাচ্ছে এই বিরল বইটি। এর দাম ১৪০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ