• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন |

আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা চলছে- বাণিজ্যমন্ত্রী

tofayel-2ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘দেশে আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা চলছে। তবে আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা ও নাশকতা বন্ধ করতে বাধ্য হবে তারা (বিএনপি)।’বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ফিলিপিন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (বিপিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে ব্যবসার সুন্দর পরিবেশ আছে। তবে বর্তমানে আন্দোলনের নামে জঙ্গি তৎপরতা চলছে। তারা (বিএনপি জোট) আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতা চলাচ্ছে। এগুলো মানুষ প্রত্যাশা করে না। যদিও দিন দিন এসব অনেকটা কমে আসছে। তারা আন্দোলনের নামে নাশকতা বন্ধ করতে বাধ্য।’

তিনি আরো বলেন, ‘কোটি মানুষের রক্তে গড়া এদেশ। আসুন সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই।’বাংলাদেশ থেকে পোশাক নেয়ার জন্য দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে  ফিলিপাইন প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘চীনের চেয়ে কম দামে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের পোশাক রপ্তানি করে। তাই বাংলাদেশ থেকে ফিলিপাইন পোশাক নিলে দুই দেশই লাভবান হবে।’

সেমিনারে ফিলিপাইন প্রতিনিধিরা বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কেমিক্যাল, ইলেক্ট্রনিক্স ও কন্সস্টাকশন সামগ্রি, মটর পার্টস, ফ্রেশ ফুড, মেশিনারী, প্রসেস ফুড রপ্তানি করে ফিলিপাইন। বাংলাদেশও ফিলিপাইন থেকে এসব জিনিসপত্র আমদানি করছে।’

ভবিষ্যতে দুই দেশের ব্যবসায়ীক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ