• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন |

জনগনই মূল্যায়ন করবে উন্নয়ণ : মনজুর

manjur-17-04-15চট্টগ্রাম: গত সাড়ে ৪ বছরে চট্টগ্রাম শহরের কি উন্নয়ন হয়েছে তা জনগণই মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম।

শুক্রবার সকাল থেকে নগরীর ৩৭ নং মুনির নগর, হালিশহর ওয়ার্ডে গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সদ্য সাবেক মেয়র মনজুর আলম বলেন, ‘স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে সিটি করপোরেশন পরিচালনা করেছি। নগরীর প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়নের চেষ্টা করেছি। করপোরেশনকে সন্ত্রাস, দলবাজি ও দুর্নীতির উর্ধে¦ রেখে নগরবাসীর দেয়া ভোটের মর্যাদা ও মেয়র পদের সুনাম রক্ষা করেছি।’

তিনি আরো বলেন, ‘নগরীর অন্যান্য ওয়ার্ডের চেয়ে অনুন্নত ছিল হালিশহর ওয়ার্ড। সাগরে জোয়ার আসলেও এখানে পানি উঠে। তবে আমার দায়িত্বকালে নালা নর্দমা পরিস্কার, খাল সংস্কার, ড্রেন নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কারের মাধ্যমে এর কিছুটা হলেও সমাধানের চেষ্টা করা হয়েছে। এর ফলে এখন পানি উঠলেও দ্রুত পানি নেমে যায়।’

মনজুর আলম বলেন, ‘উত্তর, দক্ষিণ ও মধ্যম হালিশহরে গত সাড়ে ৪ বছরে শুধু রাস্তা সংস্কার, ড্রেন নির্মাণ, মাটি উত্তোলন, নালা নর্দমা সংস্কারসহ ১৪২টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।’

এলাকাবাসীর উদ্দেশ্যে মনজুর আলম বলেন, ‘নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নগরীর একজন খাদেম হিসাবে জনগনের সেবা করতে আমি আবার মেয়র পদে দাড়িয়েছি। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে নগরীর অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।’

মনজুর আলম আরো বলেন, ‘যাদের কাছে কোন পূঁজি নাই তারা অন্যের কাজের সমালোচনা করে নিজে জনপ্রিয়তা অর্জন করতে চায়। গত সাড়ে চার বছরে কর্পোরেশনের শ্রমিকদের জন্যও কাজ করেছেন দাবী করে বলেন-আমি মেয়র থাকাকালে কর্পোরেশন শ্রমিকদের বেতন ভাতা প্রতি মাসের ১ তারিখ দেয়ার ব্যবস্থা করেছি। যা আগে কেউ করতে পারেনি।’

এসময় তিনি আগামী ২৮ এপ্রিল ভোট কেন্দ্রে সবাইকে অবস্থান নিয়ে ‘কমলা লেবু’ মার্কার বিজয় নিশ্চিত করার আহবান জানান।

গনসংযোগকালে উপস্থিত ছিলেন- শ্রমিক দলের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার, বিএনপি নেতা হাসান মুরাদ, কামাল উদ্দিন, সাহেদা খানম, সাহাব উদ্দিন সাবু, সাজ্জাদুল হোসেন, মো. সিরাজুল ইসলাম, আব্দুল আজীজ, সামশুজ্জামান স্বপন, মো. হারুনুর রশিদ, এড. সেলিম উদ্দিন শাহীন, আরজু, ওসমান, আনোয়ার হোসেন, শাহজাহান সিরাজ, মো. সিরাজ, মো.হাসান, মো. জাহাঙ্গীর, আলী ইমতিয়াজসহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ