• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:২৪ অপরাহ্ন |

সিটি নির্বাচন: বহিরাগতদের রাতেই ঢাকা ছাড়ার নির্দেশ

ECসিসি নিউজ: ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বহিরাগতদের রাজধানী ছাড়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নির্দেশ জারি করা হয়।

শনিবার দিবাগত রাতের মধ্যে বহিরাগতদের ঢাকা ছাড়ার নির্দেশ দিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘যারা নির্বাচনী প্রচারণার কাজে ঢাকায় এসেছেন তারা যেন রাতের মধ্যে ঢাকা ছেড়ে যান।’

নির্বাচন কমিশনের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা সিটির নির্বাচনী এলাকায় অবস্থানকৃত বহিরাহতদের ২৫ এপ্রিল রাত থেকে এলাকা ত্যাগ করতে নির্দেশনা দেয়া হয়েছে। ভোট গ্রহণের দিন নির্বাচন কমিশনের আদেশ অগ্রাহ্য করে বহিরাগতরা অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নির্দেশনায় ‘বহিরাগত’ বলতে কাদের বুঝানো হয়েছে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার বাংলামেইলকে বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যারা সিটি করপোরেশনের ভোটার নন, কিন্তু প্রচারণার কাজে ঢাকায় অবস্থান করছেন তারাই বহিরাগত বলে বিবেচিত হবেন।’

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আরো বলেন, ‘যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করবে কিংবা ভয়ভীতি প্রদর্শন করে বাধা দেয়ার চেষ্টা করবে তাদেরকেও কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনী উত্তাপ যতোদিন থাকবে ততোদিন এই আইনশৃঙ্খলা জোরদার থাকবে। নির্বাচনের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারকাজ পরিচালনা করা হবে। এছাড়া নির্বাচনের সময় ৭০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। প্রতিটি প্লাটুনে ৩০ জন করে সদস্য থাকবে।’

নির্বাচনে ডিএমপি নির্বাচনী এলাকা সার্বক্ষণিক মনিটরিং করবে জানিয়ে তিনি বলেন, ‘ঢাকা মহানগরের ১ হাজার ৪২৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে এবং ৫৫৩টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত হয়েছে। নির্বাচন মনিটরিং করার জন্য পুলিশের পক্ষ থেকে একটি প্রধান কন্ট্রোল রুম এবং চারটি সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সেখান থেকে পুরো নির্বাচন মনিটরিং করা হবে। পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম নির্বাচনের সময় প্রধান কন্ট্রোল রুম হিসেবে কাজ করবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ