• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ অপরাহ্ন |

বিশ্বকবির জন্মবার্ষিকীতে বিরোধী নেতার বাণী

Rowsan1430997819সিসি ডেস্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বাণী দিয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাণীতে রওশন এরশাদ বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় একক প্রচেষ্টায় বাংলা সাহিত্যকে আধুনিকতায় উজ্জ্বল করেছেন। বিশ্বসাহিত্যের আসরে তিনি বাংলা ও বাঙালিকে অনন্য এক মর্যাদার আসনে বসিয়েছেন। আর বাঙালি জাতির ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘কাঙ্খিত সোনার বাংলা গড়ার জন্য, স্বপ্নময় শান্তিপূর্ণ নতুন পৃথিবী গড়তে রবীন্দ্র-চেতনা কেবল বাঙালি জাতিকে নয়, অনুপ্রাণিত করবে পৃথিবীর অন্য দেশের, অন্য গোলার্ধের মানুষকেও।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ