• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিপিএলে সর্বনিম্ন রানের লজ্জা বরিশালের

New Rose Cafe, Saidpur

Barisal_Shylet1449394591খেলাধুলা ডেস্ক : সিলেট সুপারস্টার্সের অসাধারণ বোলিংয়ে বিপিএলে লজ্জার রেকর্ড গড়েছে বরিশাল বুলস। টসে হেরে ব্যাটিং করতে নেমে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫৮ রানে গুটিয়ে যায় বরিশাল বুলস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এ যা সর্বনিম্ন রান। এর আগে বিপিএলের সর্বনিম্ন রান ছিল ৬৭। চিটাগং কিংসের বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলস করেছিল ওই রান। একই দলের বিপক্ষে ৭৪ রান করেছিল সিলেট রয়্যালস।

সিলেট সুপারস্টার্সকে এ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি। প্রথম ছয় ম্যাচে আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। মুশফিকের নেতৃত্বে ছয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল সিলেট সুপারস্টার্স।

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে বরিশাল বুলস।। পেসার ও স্পিনারদের আক্রমণে বেসামাল হয়ে পড়ে তাদের ব্যাটিং অর্ডার। দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল এ ম্যাচ দিয়েই বিপিএলের তৃতীয় আসরে খেলতে নামেন। কিন্তু মাত্র এক ছক্কায় শেষ হয়ে যায় তাদের ইনিংস। বাংলাদেশের পেসার শহীদের বলে লং অনে ক্যাচ দেন গেইল।

সবুজ উইকেটে স্পিনারদের থেকে পেসাররা ছিলেন বেশ আক্রমণাত্মক। প্রথম দশ ওভারে বরিশাল বুলসের সাতটি উইকেট তুলে নেন সিলেটের চার পেসার। এর মধ্যে রবি বোপারা নিজের তৃতীয় ওভারে সাব্বির রহমান, সেক্কুগে প্রসন্ন ও মেহেদী মারুফের উইকেট নেন। রুবেল হোসেনও কম যাননি। পরপর দুই ওভারে রনি তালুকদার ও মাহমুদউল্লাহকে সাজঘরে পথ দেখান।

বরিশালের লেজ গুড়িয়ে দেন অধিনায়ক শহিদ আফ্রিদি। তাইজুল ইসলামকে বোল্ড করার পর সাজেদুল ইসলামকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন। শেষ উইকেটটি নেন পেসার শহীদ।

এবারের আসরে ব্যাটিং নিয়ে ধুকছে বরিশাল বুলস। এ নিয়ে দ্বিতীয়বারের মত শতরানের আগেই গুটিয়ে গেছে তাদের ইনিংস। এর আগে ৮৯ রান করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। তাদের সর্বোচ্চ রান ৭ উইকেটে ১৭০।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ