• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন |

ঐতিহাসিক নির্বাচনে মক্কায় নারী প্রার্থী বিজয়ী

128301_1আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো নারী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে সৌদি পৌরসভা নির্বাচনে মক্কা নগরীতে একজন নারী প্রার্থী জয়লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার ওসামা আল বার জানান, পবিত্র মক্কা নগরীর মাদরাকা কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সালমা বিনতে হিজাব আল ওতাইবা। তিনি সাতজন পুরুষ ও আরো দুজন নারীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।

গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা এখনো চলছে। ভোটের আনুষ্ঠানিক ফলাফল পরে ঘোষণা করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আরো ৩ নারী প্রার্থী জয়লাভ করেছেন। এদের মধ্যে ২ জন ইহসা শহরে ও আরেকজন তাবুকের প্রার্থী। তবে তাদের বিস্তারিত কিছু এখনো জানা যায় নি।

ইসলামি শরীয়াহর অনুসারি রাজতান্ত্রিক সৌদি আরবে এবারই প্রথমবারের মতো নারীরা নির্বাচনে অংশ নেয়ার অনুমতি পেয়েছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী নারী প্রার্থীরা কোনো পুরুষ ভোটারের সঙ্গে সরাসরি কথা বলে ভোট চাইতে পারেননি। পর্দার আড়াল থেকে পুরুষদের কাছে ভোট প্রার্থনা করতে হয়েছে তাদের।

নির্বাচনে অংশগ্রহণকারী মোট ৬,৬৪০ জনের মধ্যে ৯০০ জনেরও বেশি নারী প্রার্থী।

সূত্র: এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ