• রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:০১ অপরাহ্ন |
শিরোনাম :
প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর “বিএনপির জন্মই হয়েছে সংস্কার করার জন্য”- ডা. জাহিদ হোসেন চিলমারীতে খালের পানিতে ডুবে শিশু ইয়াছিনের মৃত্যু  সৈয়দপুরে ইয়াং টাইগার একাডেমি কাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন সৈয়দপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় ইপিজেড কর্মী নিহত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খানসামায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ৩২ টন পাখির খাদ্যে ২৫ টনই নিষিদ্ধ পপি বীজ ২০২৬ সালে সরকারি ছুটি ২৮ দিন, ১১ দিনই শুক্র-শনিবার নীলফামারীতে দেড় শতাধিক নারী-পুরুষ নিলেন দুর্ণীতিবিরোধী শপথ

কনকনে শীতে হঠাৎ কানব্যথা

New Rose Cafe, Saidpur

কানডা. সজল আশফাক : শীত মৌসুমে অনেকেরই হঠাৎ কানব্যথা হতে পারে। কানব্যথার সাথে কানবন্ধও থাকতে পারে। আবার উল্টোটাও হতে পারে। প্রথমে কানবন্ধ, পরে কানব্যথা। সাধারণত কানবন্ধ হওয়ার ২-১ দিনের মধ্যেই কানব্যথা শুরু হতে পারে। তবে প্রথমেই কানব্যথা হলে তা হঠাৎ করেই হয়। এই ব্যথা কিছুক্ষণের মধ্যেই তীব্রতায় রূপ নিতে পারে।

এই ধরনের সমস্যার কার্যকারণ হচ্ছে, মধ্যকর্ণের সাথে নাসোফ্যারিঙ্গস বা নাকের সবচেয়ে পিছনের অংশের সাথে যোগাযোগ রক্ষার্থে যে টিউব বা নালী রয়েছে, সেই নালীর নাকের পিছনের দিকের মুখটা বন্ধ হয়ে যাওয়া। সাধারণত উর্ধ্ব শ্বাসনালীর প্রদাহ, হাঁচি-সর্দি-কাশিতে এই মুখটায় প্রদাহ হয়ে ফুলে যায় এবং সাময়িকভাবে বন্ধ হয়ে থাকে। এই মুখটির মাধ্যমেই মধ্যকর্ণের সাথে বায়ুমণ্ডলের যোগাযোগ রক্ষা হয়ে থাকে।মধ্যকর্ণে বাতাসের যাওয়া আসা নিয়ন্ত্রণ করে এই মুখ। একটি স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমেই মধ্যকর্ণ বায়ুমণ্ডলীয় বাতাসের চাপের সাথে ভারসাম্য রক্ষা করে। কোনো কারণে মধ্যকর্ণের সাথে বাতাসের যোগাযোগ রক্ষাকারী টিউবটির মুখ বন্ধ হলে কানবন্ধের অনুভূতি হয়।

কানবন্ধ ভাব বেশি সময় থাকলে মধ্যকর্ণের ঝিল্লি থেকে নিঃসৃত তরল বেরিয়ে যাওয়ার পথ না পেয়ে সেখানেই জমতে থাকে এবং এক পর্যায়ে কান ভারী ভারী লাগবে এবং ব্যথা হবে। মধ্যকর্ণে জমে থাকা তরলে জীবাণুর বিস্তার ঘটলে তা পুঁজে পরিণত হয়। এই অবস্থায় কানে তীব্রব্যথা অনুভূত হয়। যেহেতু শীতের সময় ঠাণ্ডা বেশি থাকে এবং হাঁচি-সর্দি-কাশি বেশি হয় তাই কানের এই সমস্যা শীতেই বেশি হয়। অনেকেই এই সমস্যা বেশি গুরুত্ব দেন না, ভাবেন এমনিতেই সেরে যাবে। কিন্তু বিষয়টি তা নয়। কানবন্ধ, কানব্যথা যথা সময়ে চিকিৎসা না করলে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে, কানের ভিতরে জমে থাকা তরল আঠালো হয়ে মধ্যকর্ণের স্বাভাবিক গঠন নষ্ট করে দিতে পারে। তখন এটি দীর্ঘায়িত হয়।

অনেক সময় বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মধ্যকর্ণের নার্ভ সাময়িক পক্ষাঘাতগ্রস্ত হয়ে মুখ বাঁকা হয়ে যেতে পারে।

কাজেই চিকিৎসায় বিলম্ব করা মানেই জটিলতাকে আমন্ত্রণ জানানো। এই ধরনের রোগের চিকিৎসা বেশ সহজলভ্য।  এন্টিবায়োটিক, এন্টিএলার্জিক বা এলার্জিরোধক ওষুধ, নাকের পথ এবং বন্ধ হয়ে যাওয়া নালীর সেই মুখটি খুলে দেয়া ও সুগম করার নাকের ড্রপ দিয়েই চিকিৎসা শুরু হয়। তবে এটি নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শক্রমে হতে হবে।

লেখক : সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ