খেলাধুলা ডেস্ক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
ইতিমধ্যে টস সম্পন্ন হয়েছে। টস নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগম্বুরা। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিকেল তিনটায় ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ৪।
নয় বছর আগে ২০০৬ সালের ২৮ নভেম্বরে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল খুলনাতেই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলে। সে ম্যাচে বাংলাদেশের কাছে পরাস্ত হয়েছিল জিম্বাবুয়ে। এরপর আরও চারটি ম্যাচ খেলেছে দুই দল। সব মিলিয়ে পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় তিনটিতে। জিম্বাবুয়ের বাকি দুটিতে।
বাংলাদেশের একাদশের বাইরে আছেন ইমরুল কায়েস, আরাফাত সানী ও আবু হায়দার রনি।বাংলাদেশের ৪৮তম ও ৪৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে কাজী নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের-।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেট রক্ষক), মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাগত হোম।
জিম্বাবুয়ের একাদশ : ভুসিমুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস, পিটার মুর,সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এল্টন চিগুম্বুরা, ব্রায়ান ভেট্টরি, উইলিংটন মাসাকাদজা, লুক জংওয়ে ও গ্রায়েম ক্রেমার।
উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পনসর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পনসর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।