• বুধবার, ০১ মে ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন |

জরিমানায় পড়লেন স্যামুয়েলস

sssssখেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারলন স্যামুয়েলসের দায়িত্বশীল ব্যাটিংইয়ে শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৬৬ বলে ৯টি চার এবং ২টি ছক্কায় গড়া ৮৫ রানের হার না মানা ইনিংসে ক্যারিবিয়ানদের উচ্ছ্বাসে ভাসালেন তিনি। তবে জয়ের পর দুঃসংবাদ পেলেন এ ক্যারিবীয় তারকা। অখেলোয়াড় সুলভ আচরণের জন্য তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

আইসিসি নীতিমালার ‘লেভেল ১’ মাত্রার অপরাধ করায় স্যামুয়েলসকে এ জরিমানা করা হয়। আইসিসি নীতিমালার অধ্যায় ২.১.৪ অনুসারে আন্তর্জাতিক ম্যাচে বিপক্ষ দলের খেলোয়াড়ের উদ্দেশ্যে অশ্রাব্য বাক্য ও আচরণ প্রদর্শন করেন তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারের সময়। এ সময় বলিং করতে এসেছিলেন বেন স্টোকস। তাকে অশ্রাব্য কথা বলেন স্যামুয়েলস। তবে তিনি নিজের দোষ স্বীকার করে নিলে এর জন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল্লের কাছে স্যামুয়েলসের বিপক্ষে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার রড টাকার ও কুমার ধর্মসেনা, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমুস এবং চতুর্থ আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ