• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন |

২২ শিশুর চিকিৎসার সব টাকা দিলেন ওজিল-পগবা

223636_1খেলাধুলা ডেস্ক: জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জিতিয়ে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড বোনাস পেয়েছিলেন মেসুত ওজিল। পুরো অর্থই দান করে দিয়েছিলেন ব্রাজিলের ২৩ শিশুর চিকিৎসার কাজে।

শুধু সেবারই কেন, পুরো ক্যারিয়ারজুড়েই এমন দাতব্য কাজ করেছেন জার্মান মিডফিল্ডার। আরও সামনে এল তার মানবিক মুখ। এবার একজন সঙ্গীও পেয়েছেন ওজিল। ফরাসি মিডফিল্ডার পল পগবা। ২২ আফ্রিকান শিশুর অস্ত্রোপচারের সব খরচ দিয়ে দিয়েছেন দু’জন।

‘বিগ শো ইলেভেন’ নামের এক দাতব্য উদ্যোগে যোগ দিয়ে এই অসাধারণ কাজ করেছেন পগবা ও ওজিল। ফুটবলে তো ১১ জনের দলে সব সময়ই খেলেন, এবার দু’জনে নিজেদের ১১ জনের দল গড়ে নিয়েছেন। তবে ফুটবল মাঠে নয়, পগবা ও ওজিলের এই এগারো শিশুর লড়াইটা জীবনের মঞ্চে। শারীরিক অসুস্থতা যাদের নিষ্পাপ শৈশবের সরলতায় বাধা হয়ে দাঁড়াতে চাইছে। ফুটবলকেও ছাপিয়ে যাওয়া সেই লড়াইয়ে ‘সতীর্থ’দের পাশে দাঁড়াতে পারেন উচ্ছ্বসিত ওজিল।

টুইটারে ভিডিওবার্তায় ওজিল বলেছেন, ‘ইউরো চলার সময়ে ১১ জন শিশুর চিকিৎসার ভার নিচ্ছি আমি। এরাই আমার এগারো জন। আমার সবচেয়ে পছন্দের দল। চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য নেই এমন ২২ শিশুর সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা। এমন উপলক্ষে সাহায্য করতে পেরে গর্বিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ