• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০২ অপরাহ্ন |

হাঙ্গেরিকে হারিয়ে শেষ আটে বেলজিয়ামের

image_159297_0খেলাধুলা ডেস্ক: হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলে বেলজিয়াম৷ চলতি ইউরোতে এখনও পর্যন্ত এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়৷আক্রমণাত্মক ফুটবলের দুর্দান্ত নজির রেখে বেলজিয়াম প্রমাণ করে দিল কেন তারা টুর্নামেন্টের ডার্ক হর্স৷

এদিন ম্যাচের দশ মিনিটেই টবি অ্যালডারওয়াইরেল্ডের গোলে এগিয়ে যায় বেলজিয়াম বাঁ-দিক থেকে কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত ফ্রি-কিকে  গোলরক্ষককে পরাস্ত করেন টবি৷প্রথমার্ধে আর কোনও গোল হয়নি৷

ম্যাচের ৭৮ মিনিটে মিচি বাতশুয়াই স্কোরলাইন ২-০ করে৷ইডেন হ্যাজার্ডের আড়াআড়ি পাসে সহজেই গোল করে যান মিশি৷এর ঠিক পরের মিনিটেই চেলসির ‘প্লেমেকার’ হ্যাজার্ড একটি অসারারণ গোল করেন, তিন জনের বাধা এড়িয়ে ডান পায়ের নীচু শটে পোস্টের গা ঘেষে লক্ষ্যভেদ করেন তিনি৷যোগ করা সময়ে হাঙ্গেরির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইয়ানিক কারাসকো৷

আগামী শুক্রবার লিলেতে দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে খেলবে বেলজিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ