• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

ডাচ্-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে চাকরি

ব্যাংকসিসি ডেস্ক: পাঁচ ধরনের পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আগ্রহীরা আগমী ১০ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। পদগুলোর মধ্যে রয়েছে-
চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার
এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৫৫ বছর।
ডেপুটি অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার
শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি না পেয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবেন শুধু অনূর্ধ্ব-৫০ বছর বয়সের প্রার্থীরা।
ব্রাঞ্চ ম্যানেজার (চট্টগ্রাম এলাকা)
এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। এ ছাড়া ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকিং ক্ষেত্রে ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব-৫০ বছর বয়সের প্রার্থীরা।
ব্রাঞ্চ ম্যানেজার (চট্টগ্রাম এলাকা ব্যতীত)
এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করতে পারবেন না। এ ছাড়া ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকিং ক্ষেত্রে ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের সুযোগ পাবেন অনূর্ধ্ব-৫০ বছর বয়সের প্রার্থীরা।
রিলেশনশিপ ম্যানেজার (ফরেন ট্রেড অ্যান্ড ক্রেডিট ব্যাকগ্রাউন্ড)
পদটিতে আবেদন করতে পারবেন এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা। আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। এ ছাড়া ফরেন ট্রেড অথবা ক্রেডিট-সংক্রান্ত ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ৮ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব-৪৫ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা পদগুলোতে ব্যাংকের ওয়েবসাইট www.duchbanglabank.com/online_jobs এই ঠিকানার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময় সব শিক্ষা সনদের কপি এবং একটি সাম্প্রতিক তোলা ছবি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০১৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ