• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন |

দিনাজপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানো আয়োজন করা হয়।
সোমবার (১৭ এপিল) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানা, সিভিল সার্জন ডা. মো. সাদেক মিয়া।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুন নাহারের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সাখাওয়াত হোসেন সরকার, দিনাজপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক, সাবেক সংসদ সদস্য সুলতানা বুলবুল, দিনাজপুর প্রেসক্লাবের (কালিতলা) সদ্য বিদায়ী সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ। এ সময় স্থানীয় সরকার দিনাজপুরের উপ-পরিচালক মো. ইমতিয়াজ হোসেন, দিনাজপুরের বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিসের প্রধান, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ইতিহাস তরুণ প্রজন্মের নিকট সঠিকভাবে তুলে ধরতে হবে। দেশের তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির গঠনমূলক কাজে অবদান রাখবে ঐতিহাসিক মুজিবনগর দিবসে। একটি সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আত্ম নিয়োগ করার আহবান জানান বক্তারা।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসফ-উদ-দৌলার উপস্থাপনায় শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ