• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন |

জেনারেল ফার্মায় আকর্ষণীয় পদে চাকরি

সিসি ডেস্ক: ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ, ইনস্টিটিউশন প্রমোশন’ পদে এই নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীবতত্ত্ব (লাইফ সায়েন্স) বিষয়ে বিএসসি বা এমএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মার্কেটিং বিষয়ে এমবিএ পাস প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায়, ইন্টারনেট ব্রাউজিং ও ই-মেইল আদান-প্রদানে দক্ষ হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শিতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এ ছাড়া শিক্ষা জীবনের সব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ডাকযোগে আবেদন করা যাবে।

আবেদন করার ঠিকানা ‘অ্যাডমিন অ্যান্ড এইচআর ডিপার্টমেন্ট, সারা আফতাব টাওয়ার, ২৯ রিং রোড (হোল্ডিং ৬/১/এ), শ্যামলী, আদাবর, ঢাকা-১২০৭’। আবেদন করার সুযোগ থাকছে ১০ মে, ২০১৭ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ