• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন |

দিনাজপুরে বিশ্ব মাতৃদগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালী

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে বেসরকারি সংস্থার সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয় হতে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
র‌্যালি শেষে দিনাজপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে সিভিল সার্জন ডা. মাওলা বকস চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমদাদুল হক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল ওয়ারেস, আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ সোহেল রানা, গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. ইশরাত শারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওবায়দুর রহমান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনিাজপুর ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুর ইসলাম, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম বাবলু, পিএসটিএস সংযোজন প্রকল্পের কো-অর্ডিনেটর নুরে নাবিলা তাবাসসুম, ফিল্ড সুপারভাইজার মামুনুর হমান জুয়েল, ব্র্যাক’র মো. মাসসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালকনা করেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাওলা বকস চৌধুরী বলেন, মায়ের বুকের দুধ শিশুর অধিকার। এই অধিকার থেকে তাকে কখনও বঞ্চিত করা যাবে না। জন্মের ১ ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানোর দায়িত্ব আমার আপনার সবার। শাল দুধ শিশুর জীবনে প্রথম টিকা, এটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মায়ের দুধ নিরাপদ এবং শিশু সহজে হজম করতে পারে।
র‌্যালী ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা, সূর্যের হাসি ক্লিনিক, আরডিআরএস, ব্র্যাক, মেরি স্টোপস ক্লিনিক, ওয়ার্ল্ড ভিশন, পল্লীশ্রীসহ বেসরকারি সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ