• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন |

হিমাচলে আত্মগোপনের পরিকল্পনা ছিল ধর্ষক রাম রহিমের

আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হলে পালিয়ে হিমাচলে যাওয়ার পরিকল্পনা ছিল ধর্ষক রাম রহিমের। পরিকল্পনা ছিল দোষী সাব্যস্ত হলে আদালত থেকেই ছিনিয়ে নেওয়া হবে তাকে। সেখান নিয়ে যাওয়া হবে হিমাচল প্রদেশে। সেখানে লুকিয়ে রাখা হবে তাকে। শনিবার ভারতের কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকা হরিয়ানা পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

হরিয়ানা পুলিশের ভাষ্যমতে, এই পরিকল্পনায় জড়িত ছিল রাম রহিম, তার ‘পালিত কন্যা’ হানিপ্রীত এবং রাম রহিমের ভিভিআইপি জেড ক্যাটাগরির নিরাপত্তার দায়িত্বে থাকা হরিয়ানা পুলিশের কমান্ডোরা।

২৫ আগস্ট ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয় গুরমিত রাম রহিম সিংহ। পঞ্চকুলা আদালত থেকেই তাকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আর এ পরিকল্পনায় কোনও বাধা যাতে না সে দায়িত্ব ছিল পুলিশ কমান্ডোদের।

পুলিশের দাবি অনুযায়ী, মূল লক্ষ্য ছিল আদালত চত্বর থেকে রাম রহিমকে নিয়ে পালিয়ে পঞ্জাব হয়ে একটা সুরক্ষিত জায়গায় আত্মগোপন করা। আত্মগোপনের জায়গাটি হিমাচল প্রদেশ।

হিমাচল প্রদেশে রাম রহিমের আত্মগোপনের পরিকল্পনার বিষয়ে হরিয়ানা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, সেখানে রাম রহিমের প্রচুর ভক্ত আছে। ফলে গা ঢাকা দেওয়ার মতো জায়গা পাওয়ার কোনও অসুবিধা হতো না।

অবশ্য পুলিশি তৎপরতায় রাম রহিমের এই পরিকল্পনা ভেস্তেগেছে। এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১২ জন পুলিশকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৫ জনকে ঘটনার দিনই গ্রেফতার করা হয়।

পঞ্চকুলার ডিসিপি মানবীর সিংহ জানান, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জন কমান্ডো এবং রাজস্থান পুলিশের এক কর্মীকে পুলিশ হেফাজতে নিয়েছে। ষড়যন্ত্রের বিস্তারিত জানতে গ্রেফতারকৃতদের জেরা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ