• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন |

আগামী বছর থেকে চালু হচ্ছে কারিগরি শিক্ষা বিভাগ

সিসি নিউজ, ২৫ মে: আগামী বছর থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা বিভাগ সংযোজন হচ্ছে। স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগের পাশাপাশি কারিগরি শিক্ষা নিয়েও পড়াশোনা করতে পারবে। এরই মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চুড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশে শিক্ষিতের সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় কারিগরি শিক্ষার্থী অনেক কম। যেখানে উন্নত দেশে কারিগরি শিক্ষার্থীর হার ৫০ ভাগ । আর বাংলাদেশে সরকারি হিসাবে কারিগরি শিক্ষার হার ১৫ ভাগ। ফলে প্রতিনিয়ত বাড়ছে বেকারত্বের হার। এ অবস্থায় শিক্ষা সংশ্লিষ্টরা দীর্ঘদিন থেকে কারিগরি শিক্ষার প্রসারের উপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।
এবার কারিগরি শিক্ষার প্রসারে স্কুল-মাদ্রাসাতেও আলাদা বিভাগ খুলছে শিক্ষামন্ত্রণালয়। আগামী বছর থেকে প্রতিটি উপজেলায় একটি সরকারি স্কুল এবং মাদ্রাসায় নতুন এ বিভাগ খোলা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সব প্রতিষ্ঠানে এটি চালু হবে।
কারিগরির শিক্ষক নিয়োগ পাঠ্যক্রম নির্ধারনের জন্য চলতি মাসে কমিটিও গঠন করেছে শিক্ষামন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ