• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :

সারাদেশে যান চলাচল স্বাভাবিক

সিসি নিউজ, ৩১ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে নিয়ন্ত্রিত থাকা যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার মধ্যরাত থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত সারাদেশে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জারি করা এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার ভোর থেকেই রাজধানীর সড়ক-মহাসড়কগুলোতে সব ধরনের যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞার সময়সীমা এখনো বলবৎ থাকায় অনুমোদিত ছাড়া অন্যগুলো এখনো চলতে পারবে না।
সারাদেশে রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার দিবাগত রাত ১টা থেকে রবিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কিছু ব্যতিক্রম সাপেক্ষে সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি।
তবে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা এখনো কার্যকর রয়েছে।

সোমবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। যানবাহন তুলনামূলক কম থাকলেও স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারায় সন্তুষ্ট যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যাও কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ