• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৪ অপরাহ্ন |

নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এর উদ্বোধন করেন নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম।

এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, মেডিক্যাল কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শায়লা ইসলাম উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নীলফামারী সদরের ৩ হাজার ৪০১ শিক্ষার্থীকে প্রথম পর্যায়ে ফাইজারের টিকা দেয়া হবে। উদ্বোধনের দিনে ৭১৯ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। তাদের মধ্যে ২৮৪ জন ছাত্রী ও ৪৩৫ জন ছাত্র রয়েছে।

তিনি জানান, আগামী মাসের ২১ তারিখে দ্বিতীয় ডোজ দেয়া হবে। টিকা আসা সাপেক্ষে জেলার সকল এইচএসসি পরীক্ষার্থীকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ