• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন |

সাকিবের মতো বোলিং করা কে এই খুদে সাকিব

সিসি নিউজ ডেস্ক ।। বোলিং মার্ক থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত প্রতিটি ধাপে সাকিব আল হাসানকে অনুকরণ করে সে। তার বোলিংয়ের ধরন দেখতে হুবহু বাংলাদেশ অলরাউন্ডারের মতো।

প্রথম দেখাতেই যে কেউই তাকে খুদে সাকিব হিসেবে ধরে নিতে পারেন। তার নামের অংশও যে সাকিবের সঙ্গে মিল। জাতীয় স্কুল ক্রিকেট দিয়ে আলোচনায় আসা সে খুদে ক্রিকেটারের নাম ইয়াসিন আরাফাত সাকিব।

খুদে সাকিবের বেড়ে ওঠা রংপুরে। সেখানকার শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের হয়ে এবার স্কুল ক্রিকেটে অংশ নিয়েছে সে। বাংলাদেশ দলের অলরাউন্ডারের মতো অফ স্পিনে প্রতিপক্ষ ঘায়েল করতে পারে ১৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার। দুর্দান্ত বোলিংয়ে প্রথমবারের মতো স্কুল ক্রিকেটে শিরোপা জিততে দারুণ অবদান রেখেছেন তিনি।

সাকিবকে দেখেই সবাই খুদে সাকিব আল হাসান বলে ডেকে থাকে। এর কারণ জানতে চাইলে আজ নারায়ণগঞ্জে ফাইনালের পর সাকিব বলেছে, ‘সাকিব ভাইয়ের মতো বোলিং করি বলে এই নামে ডাকে। সাকিব ভাইকে অনুসরণ করা হয়। তাঁর মতো বোলিং পরিকল্পনা, বোলিং অ্যাকশন, (সঠিক) জায়গায় বল করা, আর্ম বল করা আবার একই জায়গায় পড়ে বাইরে বেরিয়ে যাওয়া এসব করে থাকি।’

নিজেকে সাকিবের জায়গায় ভাবতে ভয় হয় খুদে সাকিবের। তবে একদিন সেই জায়গায় পৌঁছাতে চায় সে। সাকিব বলেছে, ‘ইনশা আল্লাহ (সাকিব ভাইয়ের মতো) অনেক বড় পর্যায়ে যেতে চাই। এ জন্য অবশ্য অনেক কষ্ট করতে হবে। আমি কষ্ট করছি, পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ। সামনে আরও অনেক করতে হবে।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ