• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন |

ছাদখোলা বাসেই হবে শিরোপা উদ্‌যাপন

সিসি নিউজ ডেস্ক ।। প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলাদেশের নারীরা। শিরোপাজয়ের আগে সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার।

সানজিদা বিশাল পোস্টের এক জায়গায় আক্ষেপের সুরে লিখেছিলেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।’

ইতিহাস গড়ে শিরোপাজয়ের পর সানজিদার আক্ষেপের চাওয়া আর আক্ষেপ থাকছে না। নারী ফুটবলারদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, ‘আমরা ছাদখোলা বাস গতকাল জোগাড় করেছি। আজ এটার কাজ চলছে। সানজিদা যেহেতু আক্ষেপের কথা বলেছে, সেই আক্ষেপ পূরণের জন্যই আমরা ছাদখোলা বাসের ব্যবস্থা করেছি। ঢাকায় ছিল না, তবে আমরা দোতলা বাসের ব্যবস্থা করেছি এবং এটা সাজাচ্ছি। তাদের এয়ারপোর্টে সংবর্ধনা দেওয়ার পর ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে আসব।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন সিদ্ধান্ত শোনার পর থেকেই বাংলাদেশের নারী ফুটবলারদের আনন্দ যেন আরও দ্বিগুণ হয়েছে। সামাজিক মাধ্যমে ছাদখোলা বাসের একটি ছবি দিয়ে নিজেদের আনন্দের কথা জানান দিচ্ছেন কৃষ্ণা রানী সরকার-মারিয়া মান্দারা।

ফাইনালে জোড়া গোল করা কৃষ্ণা লিখেছেন, ‘স্বপ্ন যখন সত্যি হয়’। আর মারিয়া মান্দা লিখেছেন, ‘আমাদের হুডখোলা বাস’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ