• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন |

হৃদয়ে সৈয়দপুরের চার নারী সদস্য পেল মানবসেবায় সম্মাননা 

সিসি নিউজ।। মানবসেবায় অবদান রাখায় নারী সম্মাননা পেলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের ৪ জন নারী সদস্য। শহরের শেরে বাংলা সড়কের সৈয়দপুর শিল্প সাহিত্য সংষদ সুপার মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার (৫ মার্চ) রাত আটটায় ওই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের সভাপতি আকাশ সরদার।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এ নারী সম্মাননাপ্রাপ্তরা হচ্ছেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর এর যুগ্ম -সম্পাদক মোছা. রোশনী, কোষাধ্যক্ষ সাথী আক্তার ও কার্যকরী সদস্য আশা হক এবং পৌর শাখার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার নদী।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল, বোতলাগাড়ী ইউনিয়ন শাখার উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বুলবুল সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ