• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ অপরাহ্ন |

সৈয়দপুরে সিনিয়র ডিভিশন ফুটবল লীগে একতা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ফুটবল লীগ-২০২৩ এর চূড়ান্ত খেলা  অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ জুন) বিকেলে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চূড়ান্ত খেলায় শহরের কুন্দলস্থ একতা স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন বনাম পারমা স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে একতা স্পোটিং ক্লাব টাইব্রেকারে ৪ – ৩ গোলে পারমা স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চূড়ান্ত খেলাটি পরিচালনা করেন রেফারী সাইদুজ্জামান বাবু।
 চূড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়। পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোখছেদুল মোমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সাল রায়হানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ডিভিশন ফুটবল লীগের আহবায়ক আব্দুস্ সবুর আলম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও  থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  ক্রীড়া সংস্থার সহসভাপতি মহসিনুল হক মহসিন ও উপজেলা পরিষদের ভাইস চেয়রাম্যান ও ক্রীড়া সংস্থার সহসভাপতি আজমল হোসেন প্রমুখ।
শেষে সিনিয়র ডিভিশন ফুটবল লীগে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন।
 পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সস্পাদক আহসান উদ্দিন বাদল, কোষাধ্যক্ষ বদিউজ্জমান বদিয়ার, সদস্য  অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু, মোনায়েম হোসেন, শরিফুল ইসলাম, মোকছেদ আলীসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু হয় চলতি বছরের গত ২৩ ফেব্রুয়ারি। এতে উপজেলার মোট ১৬টি ফুটবল দল অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ