• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুরে ১০ দিন ব্যাপী আরচ্যারী বাছাই প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১০ দিন ব্যাপী আরচারী বাছাই প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের লায়ন্স স্কুল এন্ড অডিটোরিয়ামে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করাহয়।
নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেলুন উড়িয়ে আরচ্যারী বাছাই প্রশিক্ষণ ক্যাম্প-২০২৩ এর শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি: মহসিনুল হক মহসিন, উপজেলা ক্রীড়া সংস্থা সহ- সভাপতি ও সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সহ- সভাপতি আজমল সরকার ও সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের আহবায়ক শাবাহাত আলী সাব্বু, লায়ন্স স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ শফিয়ার রহমান সরকার, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আরচ্যারী প্রশিক্ষণ ক্যাম্পের আহবায়ক কমিটি সদস্য আব্দুস সালাম মন্ডল, শরিফুল ইসলাম, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ, সৈয়দপুর উপজেলার সকল প্রতিষ্ঠানের প্রধাণগণ, সহকারী শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টান্যাশনাল স্কুলের সহকারী শিক্ষিকা শারমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, আরচ্যারী একটি আন্তর্জাতিক সমাদৃত খেলা। যে খেলায় বাংলাদেশ বিশ্বে অন্যান্য খেলার চেয়ে সহজে ভালো একটি জায়গায় অবস্থান করতে পারবে।
বাংলাদেশের দুই একটি জেলার মধ্যে নীলফামারী আরচ্যারীর জন্য একটি উর্বর ভূমি। সেই প্রেক্ষাপটে সৈয়দপুর উপজেলার ক্রীড়া সংস্থা এই মহতী উদ্যোগ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ