সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে ‘নীলফামারী চেম্বার অব কমার্স জেলা ফুটবল লীগ’। শুক্রবার বিকালে জেলার শেখ কামাল স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. গোলাম সবুর। উদ্বোধনী খেলায় নীলফামারী খেলোয়ার সমিতি ৩-১ গোলে জলঢাকা ক্রীড়া পরিষদকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন মুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস,এম সফিকুল আলম ডাবলু, জেলা ফুটবল এসাসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ। আয়োজকরা জানান, জেলার মোট আটটি দল অংশ নিবে ওই খেলায়। অপর দলগুলো হলো সৈয়দপুর ফুটবল একাডেমি, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, নীলফামারী টাউনক্লাব, কিশোরগঞ্জ ফুটবল একাডেমি, ডিমলা স্পোটর্স একাডেমি, সেফাউল স্মৃতি সংসদ, গোড়গ্রাম। চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর।